লাঞ্ছিত
-মো: মাহফুজ সরদার
⇔⇔⇔⇔⇔⇔
শিক্ষক হচ্ছে কেন লাঞ্ছিত?
আমরা জাতি হিসবে লজ্জিত
শিক্ষক জাতি হলো আমাদের মাথার তাজ
তাদের গায়ে হাত দিতেও নেই জাতির লাজ।
শিক্ষক হলো অবিভাবক পিতৃতুল্য
বাঙালি জাতি দিতে পারে তাদের মুল্য।
পেশাদারিত্বে শিক্ষকতা মহান
তবুও তাদের করা হচ্ছে অপমান।
শিক্ষক হলো জাতির কারিগর
কারণবিহীন করা হচ্ছে মারধর।
শিক্ষক হলো নৈতিকতার আদর্শ
যদি না করে রাজনীতিকে স্পর্শ।
শিক্ষক মূল্যবোধের সূতিকাগার
যদি না হয় রাজনীতির কর্নদ্বার।
শিক্ষক সত্যের তেজস্ক্রিয় ঝান্ডা
যদি না হয রাজনৈতিক প্রগান্ডা।
শিক্ষক হলো জাতির হৃদপিণ্ড
যদি থাকে সত্য বলার বলিষ্ঠ কন্ঠ।
সর্ব নয় কেউ কেউ অমানুষ
তবে শিঘ্রই ফিরবে তাদের হুশ
দলীয় নেশায় যারা ছিলেন বেহুশ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
মো: মাহফুজ সরদার
গ্রাম : বোহরকাঠী,
উজিরপুর, বরিশাল