মৃত্যুর আগে

–  বিভীষণ মিত্র 

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

মৃত্যুর আগে পাড়ি দেব

পদ্মা মেঘনা যমুনা,

গাইব বাংলার গান

হয়ে আনমনা।

হয়তো ফিরে যাব

সেই শৈশবের সীমানা,

প্রভু এ আমার কামনা।

মৃত্যুর আগে পাড়ি দেব

হয়ে আকাশের গাঙচিল,

বর্ষার জলে শাপলা ফুলে

তরে তরে সাজাব বিল।

হয়তো ডাহুক ছলে

ভাসব নদী ঝিল,

হব আবার বসন্তের কোকিল।

মৃত্যুর আগে মেঘ হয়ে

ভেসে যাব অদূরে,

হয়তো রোদ্দুর হয়ে

তপ্ত হব ভর দুপুরে।

হয়তো আকাশের সীমানায়

মিশে যাব নীলের ঘরে,

সাজাব রঙ্গিন স্বপ্ন তরে-তরে।

মৃত্যুর আগে রবী ঠাকুরের মত

হব ছন্দে ভরা রাশি,

হেমন্ত ধানের সুভাসে

মন মাতানো চাষি।

হয়তো হব রাখালের

পোড়া বাঁশের বাঁশি,

সবুজ মাঠের সোনালী হাসি।

মৃত্যুর আগে হব ঘাসে

জমে থাকা শিশির,

সকালবেলার পাখি হয়ে

ডাকব কিচির মিচির।

হয়তো হব সাঁঝের বেলায়

লাল নীল কুপি,

চন্দ্রের মত জ্বলব চুপিচুপি।

মৃত্যুর আগে হব

পথিকের ক্লান্তির ভীড়,

বটবৃক্ষের মত

সাজাব শান্তির নীড়।

হয়তো হব ফুলের মত

বিলিয়ে দেব গন্ধ,

বিদ্রোহী নেতার হব বজ্রছন্দ।

মৃত্যুর আগে হব সুদূর

পাহাড়ের ঝর্ণা,

বাংলা মায়ের কোলে

অবুঝ শিশুর কান্না।

হয়তো হব একতারা হাতে

বাউলের সুর,

বাংলার প্রান্তরে গান গেয়ে সুমধুর।

মৃত্যুর আগে হব

শান্ত রঙ্গিন বিকাল,

নদীর বুকে চলা মাঝির

হাওয়ায় দোলা পাল।

হয়তো হব জেলেদের

মাছ ধরা জাল,

এভাবে বেঁচে থাকব চিরকাল।

মৃত্যুর আগে হব

রংধনুর সাত রঙ,

সাজব আমি প্রজাপতির

ডানার মত সঙ।

হয়তো হব বাংলা মায়ের

শান্তি ভরা আঁচল,

আষাঢ়ের কয়েক ফোঁটা জল।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতিঃ

কবি বিভীষণ মিত্র ১৯৮৯ সালে ৩রা মার্চ কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলায় বরইতলী গ্রামে পিতা স্বর্গীয় চিত্ত রঞ্জন মিত্র এবং মাতা শ্যামা মিত্রের গর্ভে জন্মগ্রহণ করেন।কবি ২০১৭ সালের ১৩ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তিনি এক পুত্র সন্তানের জনক।কবি ছোটবেলায় পিতাকে হারিয়ে জীবনের সাথে সংগ্রাম করে বড় হন।পরিবারের অসচ্ছলতার কারণে লেখাপড়া বেশি দূর এগিয়ে নিতে পারেননি।ছোটবেলা থেকে লেখার ইচ্ছা লালন করে বড় হন এবং লেখালিখির মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেন।কবি অবসরে লিখতে ও বই পড়তে ভালোবাসেন। অনলাইনে লেখালিখির পাশাপাশি তাঁর বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ ও ম্যাগাজিন বই প্রকাশ পায়।তার মধ্যে উল্লেখযোগ্য হল মনের অলিন্দে তুমি,অনুভবে নীল জ্যোৎস্না,স্বদেশ,ভাঙ্গা তরী,কবির ভাষায় বঙ্গবন্ধু,শিশির ভেজা ভোরে ইত্যাদি।এছাড়া শিশুতোষ যৌথ বই ‘আমরা করব জয়’ বইটিতে দুইটি ছড়াও প্রকাশ পায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*