বুনো মোরগের ডাক

-কাজী সেলিনা মমতাজ শেলী

∞∞∞∞∞∞∞∞∞

বুনো মোরগের ডাক

সকাল কিংবা সন্ধ্যায়, বুনো মোরগের ডাক কত সুন্দর,

গৃহকোণে এই পরিবেশে এ বুনো মোরগের ধ্যানে বাহার।

প্রভাতের সূর্য,সন্ধ্যায় আবিরে সাথে যেন মেঘ আছে,

বুনো মোরগের ডাক শুনতে, আসে যেন তার কাছে।

বুনো মোরগের ডাক

প্রভাত বলছে আর ঘুমাইও না,শোনো এই মোরগ ডাকে,

প্রদোষ লগনে গৃহকোণে সন্ধ্যায় মোরগ যে ছবি আঁকে।

মোরগের ডাকের সঙ্গে, মধুর সম্পর্ক যেন সংসারে,

আদরের মোরগটি যেন মিশে আছে নিত্য উপহারে।

বুনো মোরগের ডাক

সকাল সন্ধ্যা দুপুরে, ডাকতে যেন তার হয় না কভু ভুল,

সে ডাকের সন্ধানে বাতাসে দোলে বোনের ওই বনফুল।

প্রতিদান রূপে সে ডাক যে ভোরের বাতাসে কর্ণে আসে,

দিবসের শেষে, সেই ডাক প্রজ্জ্বলিত সন্ধ্যায় তব ভাসে।

বুনো মোরগের ডাক

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী

গ্রাম + পোস্টঃ কপিলমনি বাজার

থানাঃ পাইকগাছা

জেলাঃ খুলনা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*