ওরা শিক্ষিত
-আব্দুস সাত্তার সুমন
∼∼∼∼∼∼∼∼∼
বাবার কথা শোনে না ক্ষণ
লাঞ্ছিত এক যাত্রী,
ওস্তাদজিকে মারে ধরে
সুশীল ছাত্র-ছাত্রী।
শিক্ষাগুরু মাথার তাজ
সিনিয়রদের কথা!
মুখোশধারী অফিস কলিগ
পাশে থাকে যথা।
জুনিয়াররা মহাজ্ঞানী
বাবা মাকে মারে,
গুরুজনদের বঞ্চনা দেয়
আঘাত দিচ্ছে তারে।
বৈষম্য পেলো কোথায়?
সভ্য মহান বেটা!
যেটা দিচ্ছো তোমরা এখন
ফিরে পাবা সেটা।
ওরা নাকি শিক্ষিত আজ
মূর্খ জ্ঞানী দানব,
নবজাতক দেখবে এসে
বিবেক শূন্য মানব।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।