২০৭১ সাল

-মীর সেকান্দার আলী খোকা

↔↔↔↔↔↔↔↔↔↔

আজ থেকে অনেক বছর পরে বিজয়ের শতবর্ষে,

স্বাধীনতার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত

কে তুমি! প্রীতি ভরে খুঁজছো আমায়,

বকুল ঝরা-পলাশ রাঙা সর্ব মানবীয় প্রীতিময় কল্লোলে।

তোমাদের শরীর ছুঁয়ে এই আমি থাকবো না সে’দিন,

থাকব তবুও মন ছুঁয়ে তোমাদের আঙিনাতলে।

পলাশের দেশে,শিমুলের দেশে, যেখানে টগর ফোটে,

মৌরি ফুলের কোরকে, বহমান নদীর স্রোতে,

সে’দিন বট বৃক্ষের সুশীতল ছায়ায় খুঁজবে তো আমায় ?

স্বাধীনতার ২০৭১-এর বিজয়ের শতবর্ষে।

তখনো খুঁজে দেখো,যেন অপ্রত্যাশিত ক্রন্দন-হাসি,

ক্ষত ক’রে, অসহায় না করে তোলে তোমায় ।

তোমার শরীর চিরে রক্ত প্রবাহে উল্লাসে না যেন মাতে ওরা সে’দিন,

রং তুলির আঁচড়ে যেন ফুটে ওঠে না শত্রুর জয় গান।

আজ বিজয়ের শতবর্ষ ২০৭১ সাল, প্রজন্ম তুমি,

কি এক অবাধ উচ্ছ্বাসে লাল-সবুজের পতাকা হাতে,

গাইছো বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।

তোমার আকাশে আঁধার ঘনাবে এ দুঃসাহস

হয় না যেন কারোর, মুক্তরবে তোমার আকাশে তুমি,

প্রত্যয় কর সূর্য রাঙা ভরে নতুন ইশতেহারে।

যদি দোলে কলমি লতা জলাশয়ে,

যদি দোলে ঝিঙে ফুল কোন মাচানের দেশে,

যদি ওঠে লাউ ডগা লকলকিয়ে, জানবে,

বিজয়-স্বাধীনতা আছে সবার অবাধ।

যে ভালো লাগায়, যে ভালোবাসায়, নেচে ওঠবে তুমি,

জানবে এ তোমার অবাধ স্বাধীনতা,এ তোমার বিজয়।

স্বাধীনতা হরণ হতে পারে কখনও-

হরণকারী হতে পারে তোমার প্রিয় কোন জন,

উৎসবের রাতে হারিয়ে যেও না কোন আঁধারে যেন।

ইশা খাঁ, ১৭৫৭, ১৯৫২, ১৯৭১ বঙ্গ মুজিব,

মুক্তিযুদ্ধ মুক্তি-যোদ্ধা, বিরঙ্গনা,এরা আমাদের সম্মান।

পশ্চিম থেকে সাবধানে থেকো,থেকো দূর পশ্চিম হতে,

নিকট পশ্চিম প্রীতিভরে স্বার্থের জাল বুনতে পারে,

পূব করে যেতে পারে যৌথতে রাস্তা পিছল।

আজ বিজয়ের শতবর্ষ ২০৭১ সাল,উন্নত শিরে,

স্বাধীনতার শ্রেষ্ঠ তাজে ভুয়ষী, ভূষিত তোমরা।

লাল সবুজের পতাকা হাতে,নবীন কান্ডারী তুমি,

সাম্যের গান গেয়ে পাল তুলে,তরী ভাসিয়ে দিও

আকাশের নীল ছুঁয়ে অবাধ গাঙে।

হোক না নবীন আমার স্বপ্ন তোমার স্বপ্নের দেশ,

হোক না তোমার স্বপ্ন আমার স্বপ্নের দেশ-

এসো স্বপ্ন খুঁজি আমার দেশের মাটিতে,মানুষের মাঝে।

↔↔↔↔↔↔↔↔↔↔

লেখক পরিচিতি:

জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী। শৈশবের অনেকটা সময় রাজশাহীতেই কেটেছে, ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত। দৈনিক সানশাইন, রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা, দিনাজপুর, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন+প্রিয়তমেষু, ঢাকা, সাপ্তাহিক জনরব, ঠাকুরগাঁও, বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতা সহ কিছু অনলাইন পত্রিকায় লিখছি, সকলের দোয়াপ্রার্থী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*