আমি চলে গেলে

-মোঃ রবিউল হাসান

≈≈≈≈≈≈≈≈≈

জানি আঁধার কেটে গিয়ে

একদিন আলো আসবে

কিন্তু হয়তো সেদিন

আমি থাকবো না।

আমার রাখা যত স্মৃতি

করবে না স্বরণ

আর হয়তো কোনদিনও

কেউ কখনো

কবরের পাশে এসে।

হয়তো লেখার কলমটাও পড়ে রবে

ঘরের এক কোণে।

প্রতিবেশীরাও আর হয়তো এসে

আগের মতো করে

কোনো সময়

কলমটা তুলে টেবিলে রাখবে না।

বাড়িতে যে কুকুর খাবারের জন্য

সারাক্ষণ ঘেউ ঘেউ করতো

হয়তো সেই কুকুর গুলোকেও

খাবার দিবে না

আমার মতো করে কেউ।

আমি চলে গেলে।

আমি চলে গেলে

কুকুর এসে ঠিকই ঘেউ ঘেউ করবে।

খাবার না পেলেও

হয়তো আমার জন্য

মায়া হওয়ায় কিছুদিন আসবে।

যখন কুকুরের পেটে টান পড়বে

তখন আসতে পারবে না

খাবারের তাড়নায়।

এমন করে প্রতিটি প্রাণী

আমাকে ভুলে যাবে।

শেষ চিহ্নটুকুও

কেউ হয়তো রাখার চেষ্টাও করবে না।

হয়তো এটাই মানব জীবন

মরার পর

মানুষের পরক্ষনেই

হয়ে যায় অস্তিত্ব বিলীন।

≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*