আবেগ
-বিনয় জানা
≈≈≈≈≈≈≈≈
আবেগ দিয়েই জীবন চলে
আবেগেই সুখী ঘর;
আবেগেই পর আপন হয়
আপনও হয় পর।
আবেগেই চলা দুর্গম পথে
আবেগ বাড়ায় জেদ;
আবেগেই যত মর্ম বেদনা
আবেগ বাড়ায় ক্ষেদ।
আবেগ উজানে হৃদয় ভাসে
আনন্দে ভাসে চোখ;
আবেগ ভাটায় শুষ্ক জীবন
বাড়ে বিচ্ছেদ শোক।
আবেগ যেমন গড়তে পারে
ভাঙতে পারে সবই;
বাঁধন ছাড়া আবেগ দিয়েই
জয় করা যায় সবই।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
নাম: বিনয় জানা
গ্রাম: বাড়সুন্দ্রা
পোস্ট: ঈশ্বর দহ জালপাই
জেলা: পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ, ভারত
পিন: ৭২১৬৫৪
অবসরপ্রাপ্ত NTPC কর্মচারী। মূলত সাহিত্যের একজন পাঠক। আর প্রতিদিনের জীবন পথের বাঁকে বাঁকে কুড়িয়ে পাওয়া নুড়ি পাথর গুলোকে কবিতার ভাষায় লেখার চেষ্টা। আর কিছু নয়। যাঁরা পড়েন তাঁদের ভালো লাগলেই খুশি।