ছদাহা গ্রাম
-পলাশ বরণ দাশ
∼∼∼∼∼∼∼∼∼
একদিন জীবন চলার পথে
সাতকানিয়া ছদাহা গ্রামে
তাকে দেখে ভালোবাসার আবেগে
আমি গিয়েছিলাম থেমে।
ভরা যৌবন জোয়ারের সময়
তার সাথে হলো পরিচয়
দু’জন দুজনাকে জানার পর
হয়ে গেলো মধুর প্রণয়।
হঠাৎ একদিন দু’জনার মাঝে
বয়ে গেলো দুখের সাগর
জীবন সংগ্রামে আলাদা হলাম
হলো না প্রেমের বাসর।
আজো খুব মনে পড়ে
সাতকানিয়া ছদাহা গ্রাম
আজীবন থাকবে হৃদয়ে লেখা
ওই গ্রামটির নাম।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক ), মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতা ডট কম এ লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান জানান। কবিতার পাতাকে আন্তর্জাতিক পর্যায়ে সুপ্রতিষ্ঠ করতে সবাইকে এগিয়ে আসতে হবে