এক চামচ ভবিষ্যৎ
-মীনা কুণ্ডু
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কিঞ্চিৎ সরু কঞ্চি দিয়ে ত্রিপলে টাঙানো ঘর
রাস্তার নোংরা আবর্জনার ধারে খাটিয়াতে বর,
এ্যালুমিনিয়ামের ভাঙাচোরা বাসনের রান্নার ঘর
ইটের দেয়ালে টাঙানো নানান ছবির বাহার।
মাটির উনানে মাটির হাঁড়িতে ফুটছে গরম ভাত
চালে ডালে আধা পেট খেয়ে কাটছে কত রাত,
আকাশ ছোঁয়া স্বপ্ন চোখে আধা ঘুমে ডুবে সকাল
এক চামচ স্বপ্ন চোখে গড়িয়ে হয়ে গেলো বিকাল।
দিন এনে দিন খাওয়া তাদের মানায় না স্বপ্ন দেখা
এক চামচ স্বপ্ন গুলো ভাঙা ঘরে ঠাণ্ডা বরফ মাখা,
ভাঙা পাঁচিলের ফাঁকে অপরিস্কার কাপড় জোড়া
পাশে পড়ে আছে কুড়ানো ভাঙা বেতের মোড়া ।
গরীবের এক চামচ ভবিষ্যৎ উজ্জ্বল আলো
,তাদের জীবনে ঘুচে যায় দুঃখ কষ্টের কালো,
তিল তিল করে গড়ে তোলা প্রতিদিনের সঞ্চয়
তারা বাঁচে আশায় ভবিষ্যত যেন না হয় ক্ষয় ।
সকালে ঘুম ভেঙে ভাবে আমরা সকলে খাবো কি?
নুন আনতে পান্তা ফুরালে পড়বে পেটে কি?
অনিশ্চিত অন্ধকারে জীবন যাদের ঘেরাটোপে
এক চামচ স্বপ্ন দেখে তারা পায়রার ছোট্ট খোপে।
ছোট্ট ভাঙাঘরে জ্বলে যখন জোনাকির আলো
এক চামচ ভবিষ্যতে ঘুচবে অন্ধকারের কালো,
তীব্র বাঁচার ভালোবাসা শুকিয়ে বালির মরুভূমি
নিত্যদিনের ভাঙা গড়ায় বাঁচাই মোদের বাসভূমি।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিত-
আমি মীনা কুণ্ডু। আমি একজন গৃহবধূ। হুগলি জেলার ছোট্ট একটি মফঃস্বল জায়গায় আমার নিবাস। হুগলি জেলাতেই আমার জন্ম। ঐখানেই আমার ছোট বেলা খুব আনন্দে কেটেছে। বালিকা বিদ্যালয়ে পড়াশনা করা। উত্তরপাড়া রাজা প্যারী মোহন কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করি। খেলাধূলা নাচ গান তার বিবাহ বর্তমানে আমি একজন গৃহবধূ। আমার একটি কন্যা সন্তান আছে। আমার স্বামী কর্মরত। ।