চোখ কথা বলে
-রাজীব কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼
কিছু কথা ছিল সীমাহীন
কিছুটা অতীতের কাছে ধার নেয়া
অযাচিত কিছু কথা বিবাগী চেতনায়
অব্যক্ত অভিমানে সকলি নিশ্চুপ
শুধু চোখ কথা বলে।
গণিতের গণনায় ছিল অবিনাশী সুর
নিয়তি, সে যে বহুকাল রয়েছে অচেনা,
অজানা আহবান ডেকে দিয়েছিল পরাজয়
করেছি বরন একাগ্রচিত্তে নিগূঢ় ভাবনায়।
জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে
অন্তহীন পথে নিরুদ্দেশ ছুটে চলা,
কাঁচা হাতে বোনা কিছু স্বপ্ন আর অলীক অনুভূতি
শূন্যতার বুক চিড়ে কিছু কথা নিরবতায় বিলীন।
কথা ছিল দহনের
কথা আবেগের ডালিতে ছিল বিধ্বস্ত
বেদনার সুরা পানে কিছু কথা ছিলো মাতাল,
শব্দরা ফেরারি স্মৃতিরা ঘুমন্ত
অজানা অভিমানে কথারা অবশেষে নিশ্চুপ
শুধু চোখ কথা বলে।।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
জন্ম ৩১ ডিসেম্বর এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে। বাবা সরকারী চাকুরে এবং মা গৃহিনী। শৈশবে মায়ের হাতেই হতেখড়ি তারপর মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পথ পেড়িয়ে রসায়নে সম্মান ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করতেই একটি স্কুল এন্ড কলেজে পার্টটাইম (রসায়ন)শিক্ষকতা করেন এবং পরবর্তীতে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই খেলাধুলার পাশাপাশি বই পড়া ছিল অন্যান্য শখগুলোর মধ্যে অন্যতম। ২০১০ এ একজন সরকারী চাকুরে হিসেবে নিজেকে স্থীর করেন এবং কবিতা ও অনুগল্প নিয়ে লেখালেখির সাথে সম্পৃক্ত হন। সম্প্রতি বইমেলা-২০২৩ ও ২০২৪ এ প্রকাশিত হয়েছে দুটি সমকালীন উপন্যাস নিশিকুমারী ও নিকুঞ্জ নিকেতন। মিশুক স্বভাব ও ভ্রমন পিপাসু মনের জন্য তিনি শুভাকাঙ্খি ও শুভানুধ্যায়ীদের কাছে বেশ প্রশংসিত।