বুনোফুলের আত্মকথা
-জিরাফত হোসেন
∞∞∞∞∞∞∞∞∞
ডিগ্রি আছে স্বাস্থ্য আছে দেখতে বেশ ভালো
চাকুরী জোটেনি ভাগ্যে পায়না সমাজের আলো
এদের বলে বুনোফুল , মন্দ বলে সবে
পকেট ফাঁকা চিন্তা করে বউ পালাবে কবে ?
দেখতে সুন্দর গন্ধ ছড়ায় পথের ধারে ফোটে
তাদের মধ্যে কারো বুকে ভ্রমর এসে জোটে
মেঠো পথে যেতে যেতে দেখে বুনোফুল
গন্ধ ভাসে হাওয়ায় কেউ করে না ভুল।
গাছের তলায় ঝরা বুনোফুল পড়ে থাকে
বেকার হলে কোন মানুষ ভালোবাসে না তাকে।
বুনোফুলের মত সমাজে তারা পায়না সম্মান
গোমরা মুখো হয়ে ঘুরে তাদের মনে অভিমান ।
আনাচে-কানাচে ভরে গেছে সব বুনোফুলে
অথৈ জলে বেড়াই ভেসে কখন আসবে কূলে
হাতে ধরে ডাঙায় তুলতে কারো নেই ভাবনা
ভোট খেকো সরকারের লুটের কাজে সাধনা।
পূজা হবে বুনোফুলে যদি ফুল জাতের হয়
কর্মহীন বেকার ছেলের মানবতার আদর্শ ক্ষয়
দুঃখ যাবে বুনোফুলের যদি তারা চাকরি পায়
লটারি জিতে পায়না চাকরি ক্যামনে সুখে খায় ।
∞∞∞∞∞∞∞∞∞