মাদক মুক্ত পৃথিবী চাই

-কামরুন নাহার বিশ্বাস

≈≈≈≈≈≈≈≈≈≈

মাদক ছাড়ি কলম ধরি

সুস্থ একটা জীবন গড়ি,

সুস্থ জীবন গরবে দেশ

নির্মল আর দূষণমুক্ত করি।

মাদকের নেশার আসক্তে

মরছে যুবক লাখে লাখে ,

তামাক যুক্ত কালো ধোয়া

বয়কট করি জীবন থেকে।

আমরা যদি ইচ্ছে করি

আনন্দের এক ভুবন গড়ি,

একই ভুলের স্রতে ভেসে

সবাই মিলে কেনো মরি?

মাথায় যদি গাজা ঘোরে

ধোয়ায় ওড়ে মন,

এক পলকে জীবন শেষ

ছাড়ো তামাক তবে এখন।

নিজের নেশা নিজে ই ছাড়া

নইলে জীবন গদ্যময়,

গাজা ছেড়ে কলম ধরো

নিজের বিশ্ব কর জয়।

কাগজে মোড়ানো তামাক নয়

জীবন নাশের খেলা,

প্রতি টানে একটু এগোয়

জোগায় মরনের মেলা।

≈≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*