একটু প্রশান্তি দাও

-সিরাজুল ইসলাম মোল্লা

∞∞∞∞∞∞∞∞∞

তোমাদের কাছে চাইনি ক্ষমতা চাইনি কখনো টাকাকড়ি,

তোমাদের কাছে চাইনি কখনো মোদের দাও বাড়ি গাড়ি।

তোমাদের কাছে চাইনি তোমাদের ঘর হতে অন্ন-বস্র দাও

এও চাইনি কখনও আমাদের কাজের ব্যবস্থা করে দাও।

স্বীকৃত আমরা পরিশ্রমী জাতি, আমরা শান্তিপ্রিয় জাতি,

স্বীকৃত বসুধাতে আমরা সত্যপ্রিয় মানবিক সাম্যের প্রতি।

ঘরে বাহিরে আজ ভীত শঙ্কিত সবে, কোথাও ভরসা নাই,

আমরা আমাদের মতে বাঁচতে চাই, ঘুমের নিশ্চয়তা চাই।

বিশ্ববিদ্যালয় মাজার মন্দির উপজাতি মুসলিম হিন্দুসব,

পুলিশ-আনসার-শিক্ষক হতে সমতল-পাহাড়ি বিক্ষোভ।

কে মারছে কে জ্বালছে আগুন দেখছে বলতে না পারছে,

প্রতিমূহুর্তের হুমকি মব জাস্টিস মৃত্যু তাড়িয়ে বেড়াচ্ছে।

চাকুরী হতে ব্যবসা কোন কিছুই অরাজক হতে বাদ নেই,

অফিস আদালত কিছুই ভালো নেই, কোথাও শান্তি নেই।

ভীত শঙ্কিত আমরা সকল পদে বাংলার বীভৎসতা দেখি,

কোথা যাই, কার কাছে বলি, আমি বিস্মিত এরূপ দেখি!

লেখক কবি সাহিত্যিক প্রতি হুমকি- কেহ ছাড় না যাচ্ছে,

কোথায় সুবিচার চাইবে, কেউ না পাচ্ছে কেউ না চাচ্ছে।

দেশে আইন নাই বিচার নাই, যে যাই পারছে তাই করছে,

মাৎস্যনায়, মগের মুল্লুক, হরিলুটের মব জাস্টিস চলছে।

শুধুই কাঁদছে আর ভাবছে, আফসোসে হাহাকার ঝরছে,

কিছু বলতে না পারছে, শাপছে, বাক স্বাধীনতা খুঁজছে।

জোর যার মুল্লুক তার, লঙ্কায় যে যায় সে রাবণ- ভাবাও,

আমাকে আমার মতন থাকতে দাও, একটু প্রশান্তি দাও।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*