খুঁজ দিব্য দিশে
-জিল্লু বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈
সত্য ফাঁকে মিথ্যা লুকে
কত রঙ্গে জগৎ বুকে
দেখরে নৃত্য হাসে,
ছেলের ডাকে মায়ে জাগে
তাহার সনে বেদন ভাগে
মায়ার জালে ফাঁসে।
মাটির শাখে মিলন গাঁথে
নুড়ি বালির টুকরো তাকে
পানির সহিত ভাসে,
দূষণ জাগে ভুবন শাখে
রাখছে তুইলা আপন কাঁখে
ধ্বংসীবে সেই শেষে।
প্রাণের রাজ্যে মিসেল বাজে
সকল দেহ একই সাজে
ভাবরে যেমন আছে,
যাহার মাঝে যেটুক কাজে
অতিরিক্ত তার সর্বনাশে
জনম জোড়ায় বিষে।
সঙ্গ দোষে পঙ্গু আসে
চলতে জীবন যাতন দুঃখে
ঝাপ্টে ধরে কোষে,
রিপুর সাথে মিলে না হাতে
আত্ম সংযমী হও প্রভাতে
“খুঁইজা দিব্য দিশে।”
≈≈≈≈≈≈≈≈≈