সুন্দর তুমি
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমারে কেহ নাহি চেনে,তোমারে চেনে জনে জনে,
আমারে নহে তোমারে পূজে, বিশ্বজনে ক্ষণে ক্ষণে ;
তোমারও স্মৃতি,তোমারও প্রীতি,ভগ্নমুখে বহে সারা,
আমারও নয়নে সুন্দর তুমি, নানারূপে প্রকাশধারা l
নীলাভ আকাশে ধ্রুবতারা, চন্দ্র সূর্য উজ্জ্বল জ্যোতি,
প্রকৃতি বাতাস তোমারও শ্বাস, বহিছে ধরে পূর্ণ গতি,
নীল নীলিমায় কী সুধাময় আঙিনা ভরে চরণধুলায়
চন্দন সুবাসে পুলকিত মনে অন্তর মোর কেন ভুলায় ?
তোমারও গুণে অগ্নিদ্যুতি, কে বা খন্ডাবে সুরলোকে
নিবিড় ছায়ে, শয্যা বিছায়ে, শান্তি শয়নে নিদ্রাচোখে,
মানব আসরে উথলি সবে, তব আগমনে দৃপ্তি লহরী
কিঙ্কিনী সুরধ্বনি বাজিছে ছন্দে দুয়ারে ছুটিছে বহরী l
কোমল প্রেমের পরশমণি নিবিড় হৃদয়ে অসীম মায়া,
নয়নে নিরখি প্ৰেমবন্ধনে, তোমারও প্রাণে বৃক্ষ ছায়া ;
আমারে চেতনা দিয়াছ স্নেহে মুরলী বাঁশি তাই বাজে,
তোমারে লভিয়া জীবনপুরে ভক্তি দ্বীপ জ্বালি সাঁঝে l
≈≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l