দানবের কাছে কবির কথা নিষ্ফল
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞
সভ্যতা আজ তিলোত্তমা, হাজার মানুষের চেষ্টায়,
শ্রমের দ্বারা পৌঁছে গেছি এখন মহাকাশ যাত্রায়।
জ্ঞান বিজ্ঞানের আলোক ছটায় যন্ত্র মানব বৃদ্ধি পায়,
তাদের দ্বারা অনেক জটিল কাজ সহজে করা যায়।
পুঁজিপতি শিল্পপতি তা দেখে খুব নাচে,
শ্রমিক ছাটাই যখন তখন করে তারা হাসে।
কারণ তাদের লাভের অংক পাল্লা দিয়ে বাড়ছে,
গরিব মানুষ, মধ্যবিত্ত অর্থাভাবে মরছে।
সূর্যের রুদ্র রূপের ছটায় বরফ গলে হচ্ছে জল,
সমুদ্রেতে জলস্ফীতি, কাননে দাবানল।
সেসবে নেই ভ্রূক্ষেপ তাদের চায় সম্পদের পাহাড়,
মানব সমাজ তাদের কাছে হাস্যকর বরাবর।
দানব থেকে অতি দানব হচ্ছে দিনে দিনে,
তাদের কাছে কবির কথা বড্ড লাগে প্যানপেনে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি