নতুন প্রজন্ম
-তনুশ্রী বসু (পাত্র)
≈≈≈≈≈≈≈
স্বপ্ন দেখি শুধুই নিরন্তর,
মনের গহীনে আছে অন্তর,
স্বপ্ন হচ্ছে অন্তরের ছবি,
কবে, কখন ঘটেছিল অবান্তর।
হারিয়ে গেছে, শৈশব যৌবনের,
পিছনে, আজও স্বপ্ন দেখি,
সেই যে শৈশবের খেলনা বাটি,
মজার ছিল দিনগুলো সেকি।
একটু বড় হবার পরেই,
যৌবন, স্বপ্ন শিহরিত হৃদয়,
এগিয়ে চলে জীবন পায়েপায়ে,
সংসার জীবন, ভীষণ নির্দয়।
নতুন সংসার, নতুন স্বপ্ন,
নিত্যই অন্য কথার রচনা,
আনন্দ প্রতি পদে পদে,
স্বপ্নেও রঙিন, সব ভাবনা।
আসছে নতুন অতিথি ঘরে,
স্বপ্ন বুনি, দুই নয়ন ভরে,
দশমাস গর্ভধারণের পরে,
সমস্ত খুশী দিলাম, উজাড় করে।
পুত্রসন্তান, সব স্বপ্নই, তাকে ঘিরে,
বড় হল ধীরে, আমারই কোলে,
আজ, সে মস্ত বড়, হয়েছে,
তাকে ছোঁয়া যায়না, ইচ্ছে হলে।
তার মতের সাথে মেলেনা,
আমার যুক্তি, বুদ্ধি, মতামত,
আমি এক রাস্তায় চলি,
তার যে, আজকের পথ।
এটাই বুঝি, হবার ছিল,
আজ মনকে, বলি হেঁসে,
তুই বোকা, এটা নতুন প্রজন্ম,
স্বাধীন, প্রয়োজনে ভালবাসে।
তবুও মন, যে মানেনা,
এখনও আশা রাখি, অন্তরে,
যদি কখন ভুল করেও,
আমাকে, একটু মনে পড়ে।
≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।