সজাগ থেকো সবে
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈
সন্ধ্যা ঘনিয়ে এলে ওগো সন্ধ্যামালতি জুঁই চামেলী সজাগ থেকো সবে সোনার মেয়ে ,
একটুখানি সন্তর্পণে পা ফেলো সম্মুখে নইলে
রাতচোরা হায়নারা সুযোগে সম্ভ্রম যাবে লুটে নিয়ে ।
পৃথিবীটা আর সুস্থ নেই আগের মত !
উদোয়াস্ত নির্লজ্জের চলছে কড়া নজরদারি ,
এই দুরহ সময়ে নিজেকে নিরাপদ ভেবোনা আর
প্রতি পদক্ষেপে মনে রেখো, তুমি নও অবলা নারী ।
তোমার সারল্যের যোগ্য সম্মানে কুন্ঠিত কাপুরুষ
নরম ফুলের পাপড়ি ওদের ভীষণ পছন্দ ,
সঙ্গোপনে রেখো নিজ নারীত্বের সমোত্ত সম্ভ্রম
প্রয়োজনে বিদ্রোহী সত্তায় চিনতে শিখো ভালো-মন্দ।
একটা চোখে নজর রেখো নির্লজ্জের মনোবৃত্তি
অন্য চোখে বুঝে নিও বেঁচে থাকার অধিকার ,
নারীরা নয় কামুকের ভোগ্য সামগ্রী শুধুই
অভয়ার মতো সেকথা বুঝিয়ে দিও পুনঃর্বার ।
বিচারের প্রতি আস্থা ! ভুলে যেও সে কথা
দুর্বিসহ সময়টা এখন বিচারের নামে প্রহসন ,
মিথ্যার রাহাজানিতে সত্যের সন্ধান মেলা দুষ্কর
এ সময়টাতে ধর্ষিতা আবার রক্ষকের দুসমন ।
≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল, গ্ৰাঃ+ পোঃ- যোগেশ গঞ্জ , জেলা উঃ ২৪ পরগনা । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায়।