ওই বনে ওই বনে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈
ওই বনে ওই বনে
ওগো পলাশ, তুমিও ফোঁটো আজি ওই বনে ওই বনে,
ফাগুন আসবে বলে,পলাশ আজ সেজেছে মনে মনে।
ফাগুনের ঢেউয়ে ঢেউয়ে বাতাস চলে যায় অনেক দূরে,
আজি শিমুলও পলাশ যেন গান ধরেছে সেই সুরে সুরে।
ওই বনে ওই বনে
সে সুধাদানে, বাতাসের ঢেউ লেগেছে ফাগুনেরও গাঁয়ে,
ফাগুনের বাতাসের ছন্দে,নুপুর বাজে পলাশেরও পায়ে।
স্তব্ধ ধরণী, অসীম কল্লোল যেন ফাগুনের ছন্দ বিলাসে,
শিমুল পলাশ, আজি যেন ছবিগুলো আঁকে তার পাশে।
ওই বলে ওই বনে
হৃদয়ে ভরেছে সুখ, আজি ফাগুনের সেই নব অনুরাগে,
নীলিমার নীল ছুঁয়ে এ রাতে শিমুল পলাশ পাশে জাগে।
হৃদয়ের চারিধারে আজ রয়েছে ওই ফাগুন ফুলের গন্ধ,
বাতাসের হাতে দিয়েছে কিছু তুলে ওই পলাশেরও ছন্দ।
ওই বনে ওই বনে
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্টঃ কপিলমুনি বাজার
জেলাঃ খুলনা