আগে মানুষ হও

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼∼

নিশ্চয় চাইলে মানুষ হতে পারবে, আগে মানুষ হও,

কেন অমানুষের মত অপকর্ম ছড়াও ভ্রান্তিতে রও?

জানো সাধনায় হতে পারবে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার,

সত্য বিহীন মনুষত্ব বিহীন তাতে হবে সবই অসার।

দূর্নীতি ঘিরে হও যদি শিক্ষক পুলিশ সচিব ডাক্তার

তাতে কী আসে যায় যদি না রহে সেবাবোধ সবার।

যাই হও, হয়তো লাগবে সময় লাগবে অর্থ ধরাময়,

লাগবে সহযোগিতা লাগব সহিষ্ণুতা পরস্পর তয়।

মানুষ হতে লাগবে না অর্থ-সময়, সদিচ্ছাই সর্বময়,

সততা মানবতা মনুষ্যত্বের পূর্ব শর্ত স্রষ্টা প্রদত্ত রয়।

বিবেকের আদালতে দাঁড়াও, করো প্রশ্ন আত্মাকে,

মানুষের কী পরিচয়,কী কর্ম-গুণে শ্রেষ্ঠ ইহলোকে?

সেবার নামে দেখব কত আর ব্যবসায়ী সমাজবিদ,

ইচ্ছে হলে অর্থ ক্ষমতার লোভে হয় রাজনীতিবিদ।

কেন ভুলে যাও সৃষ্টির সেরা মানুষ তুমি- হে শুধাও,

কেন পরস্পরকে ঠকাও অকারণ বিভেদে জড়াও?

অনৈতিকতা ছাড়ো, অসত্য ছাড়ো, পরচর্চা ছাড়ো,

মানুষ হও, মনুষ্যত্বের বিবেক উন্মুক্ত করো আরো।

শুধু আকৃতি নয়, প্রকৃতিও মানুষের বিবেচ্য বিষয়,

স্রষ্টা প্রদত্ত মনুষত্ব সর্বদা সর্বত্র জাগ্রত রাখতে হয়।

সত্য বলতে হবে সৎপথে সৎকর্ম করতে হবে ভবে,

মানুষকে ভালোবেসে মানবতার হাত রাখতে হবে।

সারাক্ষণ মিথ্যা বলছো অন্যের হক লুন্ঠন করছো,

স্বজনপ্রীতি দলপ্রীতি করছো লুকোচুরিও করছো।

মানুষকে ঠকিয়ে অবিচার করছো বৈষম্য করছো,

সবই রেখে একাকী পটল তুলছো, সে কী বুঝছো?

সেদিন বুঝতে পারবে লাঞ্ছনা বঞ্চনা কিযে জগতে,

যেদিন পারবে সত্য বলতে দুর্নীতিমুক্ত সৎ থাকতে।

যেদিন পারবে মানুষ হয়ে অমানুষরে ভালোবাসতে,

সেদিন পারবে মানুষের দাবি নিয়ে সম্মুখ আসতে।

শাসক হও কী প্রশাসক হও আগে তুমি মানুষ হও,

দাতা হও ভ্রাতা হও কী কর্তা হও আগে মানুষ হও।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর- ১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*