এ যুগের সুকান্ত

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

অনেক লাজুক মালাটিকে হয় তো

বিনি সুতার মালা বলে।

ফুলের পাপড়ির সুক্ষতায় ফুটে ওঠে

এর মেলবন্ধন।

এখানে সুঁচের কোন কাজ নেই

কাজ নেই সুতোর।

তবুও পরস্পর বন্ধনে আবদ্ধ

প্রেমের।

সুঁচ এবং সুতো প্রভাব মুক্ত মালা

নিজ সত্তায় ফুটে ওঠা একটি শহর।

জানো কি তুমি ?

বিনি সুতার মালা কত কমলে স্পর্শ করে তোমায়।

এমন সত্তা খুঁজি আমি,

প্রেম হবে কাঁটা ছাড়া।

তবুও পথের কাঁটা দর্শন হয়ে

আছে আজও।

একটা গভীর বনের হত পথের

ক্ষত স্পর্শতা পেছন টেনে ধরে।

রবীন্দ্রনাথ-সুকান্ত আমি বা আমরা নয়,

এ যুগের সুকান্ত হতে দোষ কিসে!

সব আলো যদি চাঁদ একা নেয়

তবে প্রদীপের কাজ কি!

অঘোর-অমোঘ ঠেলে পথের সন্ধানে

পথ মেরে চলি।

পথের ভাজে ভাজে ধূলিকণা

ঝেরে চলি পথ।

আগামী পথ হবে

মসৃণ চোখের স্বচ্ছ জলের খুশি।

আমাকে বেঁধে রেখো না,

মাদুলি-ডোরের কবিরাজি স্বপ্নের

গুণবন্দী জালে,

ছেড়ে দাও,উড়তে আমায় বিশাল আকাশের নীলে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহীতে।

শৈশবের অনেকটা সময় কেটেছে রাজশাহীতেই,

ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, এক সময় বিভিন্ন পত্রিকাতে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে, যেমন

দৈনিক সানশাইন রাজশাহী, দৈনিক উত্তরা দিনাজপুর,

সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও, একদিন প্রতিদিন ঢাকা,

সংজ্ঞা দিনাজপুর, প্রিয়তমেসু ঢাকা, বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতাতে নিয়মিত লিখা প্রকাশ পাচ্ছে।

উল্লেখ্য যে, একক কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয়েছে। (১০০ কবিতা আছে)স্থায়ী নিবাস: ঠাকুরগাঁও সদর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*