অন্ধ প্রণয়
-মীনা কুণ্ডু
∞∞∞∞∞∞
প্রণয় মনের ঘরে আনে সুখের বাতাস
অন্ধ প্রণয়ে জীবন করে শুধুই হা হুতাশ,
আবেগে অনুভবে বন্ধ হয় চোখ কান
সস্তা দামের ভালোবাসায় বারে অপমান ।
চকচক করলেই যেমন সোনা খাঁটি হয় না
অন্ধপ্রণয় কভু সমাজে ভুলেও সত্যি হয় না ,
প্রকৃত ভালোবাসায় থাকে বিশ্বাসের মর্যাদা
ঠুনকো প্রণয়ে প্রতিটি পদক্ষেপে অমর্যাদা ।
মিথ্যে প্রণয় জীবনের রং বদলায় প্রতিদিন
বাজে বিষাদের সুর তিক্ততা বাড়ে দিন দিন,
অন্ধ প্রণয়ের যাঁতাকলে মান সম্মান ছারখার
সংগ্রাম করতে হয় বাঁচার জন্যে পথে বারবার।
জীবনে জেনে শুনে বিষ পান করোনা কভু
সদা সৎ পথে থাকলে মানুষকে বাঁচান প্রভু,
দুই দিনের সুখের লাগি বাড়ে লোভ লালসা
অন্ধ প্রণয় সংসার হাটে ঘোচায় ভালোবাসা
রূপের ঝলকে জ্বলে পুড়ে মরে পুরুষ মানুষ
ঘরের সুখের স্মৃতিকে ভুলে মারে বহু মানুষ,
প্রেমের সোহাগ ভরা বাঁধনের জাগে শিহরণ
অন্ধ প্রণয় সংসারে কালো ছায়ার আলোড়ন।
ভবের হাটে ঝাপসা পটে ঠুনকো ভালোবাসা
মনের কোণে ময়লা ধুলো বাড়ায় আলো আশা,
স্বপ্নের মায়াজাল রঙিন কাগজ থাকে মোড়া
দুদিনের সুখের প্রণয় বেদনার ঢেউয়ের তোড়া।
∞∞∞∞∞∞
কবি পরিচয়-
মনের কোণে ময়লা ধুলো দূরে করে আবার বসেছি লিখতে কবিতার পাতায়। জানি না কেমন করে খুঁজে পাবো আলোর দিশা। তাই তো কবিতার পাতায় আসা।