সাঁঝ বেলা
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈
আজ বৃষ্টি মুখর সাঁঝে
আমার হৃদয় মাঝে
বাজল বড় ব্যথা
সেই পুরনো দিনের কথা।
ওগো প্রভু
আমি জানি নাই কভু
কি করে সেই পুরনো দিনের স্মৃতি
আজো অন্তরে মোর রয়েছে গাঁথি।
আজ সাঁঝের বেলায়
তোমার এ কোন খেলায়
হৃদয়ে জাগল ব্যথা
সেই পুরনো দিনের কথা।
থেকে থেকে হৃদয় করে আনচান
বুকে যেন বাজে বিরহ গান
জেগে উঠে আজ স্মৃতির পাতা
সেই পুরনো দিনের কথা।
≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতা ডট কম এ লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাথে আহ্বান করেন।