আমার কেবল ইচ্ছে করে
-জিরাফত হোসেন
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ইচ্ছে করে নদীর তীরে
ঘর বানিয়ে থাকবো
প্রিয়ার সাথে বিয়ে হলে
সুখে সংসার বাঁধবো।
আমার কেবল ইচ্ছে করে
দুজন মিলে ঘুরতে
ডিঙি চেপে বৈঠা হাতে
প্রিয়ার ছবি তুলতে।
মনটা বলে নদীর পাড়ে
ঘাসে বসে থাকতে
শাড়ির আঁচল জড়ায় ধরে
প্রিয়ার সোহাগ মাখতে।
নদীর জলে ঢেউয়ের তালে
মন আনন্দে নাচতে
মুক্ত বাতাস পুণ্য জলে
প্রকৃতি নিয়ে বাঁচতে।
ভাগ্যে লেখা থাকে যদি
বাধ্য সবাই মানতে
পুরান বন্ধু আসবে কাছে
প্রেমের গল্প জানতে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈