ভাতা এবং শিরদাঁড়া
-আকরাম রাজা সেখ
≈≈≈≈≈≈≈≈≈
বিবেক নিয়ে দাঁড়িয়ে।
শিরদাঁড়া তোমারও সোজা থাকে।
ভাতায় অপরাহ্ন জমে যায়। দুপুরে একটু বিলাসিতার ঘুমে….
ধর্মের কেটে যাক চিন্তা,ভাতা নিয়ে।
স্বার্থ এবং স্বভাবের সাথে। ধর্মের স্বচ্ছ প্রলেপ টেনে।
মানুষ বিক্রিত রাণীর দুয়ারে,
চাষীর কেনা লোনে।
বিধাতার বিচার তুমিও পাবে, কেন নিজেকে বেঁচে দিলে ধর্মের নামে…
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম-আকরাম রাজা সেখ। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত ধর্মদা গ্রাম পঞ্চায়েতের এক অতি প্রাকৃতিক গ্রাম তেঁতুলবেড়িয়াতে 1995 সালের 26 ফেব্রুয়ারি জন্ম। কবিতা, গল্প, উপন্যাস,ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি বিষয়ের উপর একজন নিয়মিত লেখক । এছাড়া একজন চাষী এবং শিক্ষার্থীর পরিচয় দিতে নিজেকে গর্বিত মনে হয়।