অগ্নিশুদ্ধি
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞
অসহনীয়তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে নিয়ত
বিবর্ণ আবহ নিত্যদিনের খবর,
তারই মাঝে দিনরাত্রির প্রবাহে ওঠাপড়া
দুঃসহ ক্ষণ বয়ে আনে কত প্রহর।
জীবন মানেই প্রত্যাশা থাকে যত হোক প্রতিকূলতা,
চড়াই উৎরাই পাশাপাশি ,
সুখ অসুখের মাঝে ক্ষণে ক্ষণে সেতু গড়ে ইচ্ছেরা
আঁকিবুঁকি নতুন স্বপ্নের রাশি।
দিনযাপনে বুদ্বুদ হয়ে কত আশা মিলায় দূরে
হতাশা বঞ্চনা সব একাকার করে,
স্তব্ধতার একাকীত্ব পেরিয়ে কথাকলি খুঁজি শুদ্ধতার
মৃত্যুকে হার মানাই বাঁচার ভোরে।
সব আঁধারের শেষে আবার একটা নতুন সূর্যোদয়
সব হারানোর দিনেও কিশলয়,
প্রাণের আশ্বাস মৃত্যুর সাথে সন্ধি গড়ে আবার
প্রশান্তির চন্দনে করে সুরভিত নির্ভয়।
∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।