গুনহীনরাই করে মানুষ যাচাই
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈
নৃপেন নামে ব্যক্তিটির মুখ অহংকারে ভরা,
যখন তখন ঢেক ছাড়ে সে খাবার খায় লাগামছাড়া।
পোশাক আশাক চমৎকার তার ভীষণ দেখনদারি,
যখন তখন তোপ দাগে সে যারে দেখতে নারি।
তুচ্ছ কথায় রাগ তার ভীষণ হুংকার তখন ছাড়ে,
কথায় কথায় রেগে ওঠে টেবিল কাঁপায় থাপ্পরে।
চালচলনে ভাব ভঙ্গিতে বিজ্ঞ বলে মনে হয়,
সমালোচনার ঝড় তুলে সে, সবাই যেন ভাইপো হয়।
হোটেল কিংবা রেস্টুরেন্টে খরচের বহর বিশাল,
একটু আলোর দরকার হলে জালে সে মশাল।
কথায় কথায় জমিদারি থাট বাটের অভাব নেই,
গরিবদেরকে তুচ্ছ ভাবা আছে তার স্বভাবেই।
গাড়ি চাপে রকমারি ব্যাচে আর সে কেনে,
মাঝে মধ্যে বুঁদ হয়ে সে মোবাইলে গান শোনে।
নাকের ডগায় চশমা নিয়ে আর চোখে সে তাকায়,
অতিরিক্ত স্মার্ট দেখাতে কতই না ভঙ্গি দেখায়।
বংশের বড়াই আকাশ ছোঁয়া পাছা চাপড়ে করে,
বাকিরা সব ইতর প্রাণী শোনে সে সব হাঁ করে।
তার পিছনে লেজের মত গড়ছে কতজনে,
তারই জন্য তারা প্রস্তুত যেতে এমনকি বনে।
এমনিভাবে দিন কেটে যায় কখন সে শীর্ষে পৌঁছায়,
সোনার মুকুট শিরে পড়ে করে সে মানুষ যাচাই।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।