রিক্তের বেদন
-মোঃ মামুন আল ইসলাম
∼∼∼∼∼∼∼∼∼
কুচকানো চামড়া ভাঙাচোরা মুখ,
আয়নায় চেয়ে দেখি পাই বড় দুখ।।
কোথায় তুমি আর কোথায় আমি,
আমি খুব মূল্যহীন তুমি খুব দামি।।
তোমার বস্ত্রের মূল্য লাখ লাখ টাকা,
আমার তো বস্ত্রই নেই পকেট তো ফাঁকা।।
তোমার দালান ঘর অনেকটা উঁচু,
গুনতে গুনতে মোর মাথা হয় নিচু।।
চাল ডাল নুন তেল কিনতে বড় কষ্ট,
এসব শুনে কাজ নেই সময়টা নষ্ট।।
পকেটটা ভারী হলে কন্ঠটাও ভারী,
লবণ দিয়ে খাই ভাত নেই তরকারি।।
এক আদম হাওয়া থেকে জন্ম আমার,
তবুও তফাৎ ভীষণ আমার তোমার।।
তোমার খাবার জায়গা টেবিল চেয়ার,
আমি তো মেঝেতে খাই তবু ডোন্ট কেয়ার।।
পুঁইশাক চচ্চড়ি লবণ দিয়ে ভাত,
এভাবেই কেটে যায় মোর দিনরাত।।
ডালও জোটেনা পাতে এই কলি কালে,
মাছ মাংস কল্পনা আমার এই ভালে।।
যারা আছে সুখে খুব তারাই আছে,
দুখিরা অবহেলিত তাহাদের কাছে।।
দুঃখ করি না খোদা একটু স্বস্তি দাও,
তারপর আমাকে উপরে তুলে নাও।।
নীরোগ শরীর দাও, দাও একটু রুজি,
ক্রয়ের সামর্থ্য দাও, দাও একটু পুঁজি।।
মাথা গোঁজার ঠাই দাও তোমার এই ভবে,
তারপর চলে যাবো সবই পড়ে রবে।।
ক্ষমা করো আমাকে বন্ধু স্বজন,
বিপদের বন্ধু বেশি প্রয়োজন।।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ-
কবি মোঃ মামুন আল ইসলাম নওগাঁ জেলার অন্তর্গত নিয়ামতপুর উপজেলার মল্লিক পুর গ্রামে ১৯৫৬ সালের পহেলা অক্টোবর সোমবার একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম মোঃ নজরুল ইসলাম এবং মাতার নাম মোসাঃ ওলিমা বেগম। তিনি ১৯৭৪ সালে মাধ্যমিক এবং ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে তাঁর সাতটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।