অসুস্থ সমাজ
-তনুশ্রী বসু (পাত্র)
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
প্রলয় যখন আসে, কাউকে বলে আসেনা,
জোয়ারে গ্রামের পর গ্রাম, ভাসলে জল বাঁধ মানেনা।
সৃষ্টি আর ধ্বংস প্রকৃতির নিয়ম,ভবিষ্যৎ বাণী মানেনা,
কৈশোর থেকে যৌবন যখন আসে,শরীরের প্লাবন, জলোচ্ছাস, সেও থমকে থাকেনা।
নিয়মটা সব ক্ষেত্রেই একই রকম, সমুদ্রের ঢেউ আছড়ে পরে সমুদ্র তটে,
গ্রাম শহর উজাড় হয়ে যাচ্ছে, বন্য জন্তুর সঙ্গে রাত্রিবাস ভাবতে পরছো?
এ যে সুনামির সময়ের মত, কত মানুষ চলে গেল,
আবার এসেছে দেশে, পশুদের পাশবিক আচরণ, মনুষত্ব হয়েছে লুপ্ত।
যদিও পশু চিরকালই ছিল, আছে, থাকবে, চিরন্তন,
গত ৯ই সেপ্টেম্বর, যে ঘটনা ঘটেছে বাঙলায়, সারা বিশ্ব আন্দোলিত স্তব্ধ, শোকাহত।
ভাবলে মনটা আন্দোলন করে, কোথায় হারিয়ে যাচ্ছে ভারতের ঐতিহ্য, সুনাম,
জগৎ সভায় ভারত আজ সর্ব নিম্নে, আজ উৎসবকে মনে হয় কোন আনন্দ উৎসবই নয়।
আনন্দ হারিয়ে গেছে পৃথিবী থেকে,
হোয়েছে শুষ্ক মরুভূমি, আজ অসুস্থ সমাজ।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।