জীবনের সারমর্ম

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈

সংসার জীবন সত্যিই এক চলছে নিত্য দিনের খেলা,

সারাদিনের ক্লান্ত পরিসরে কেটে যাচ্ছে বেলা।

সংসার অসার সারমর্ম খুঁজে নিতে হয় ভালো মন্দের রেশ,

জোট ঝামেলা লেগেই থাকে মনে গড়ে উঠে ক্লেশ।

সংসার মানেই তো একটা বদ্ধ কুটিরে বাস,

কত ঝামেলা তার সমাধান কত সময় রূদ্ধ শ্বাস।

সংসার পালনে সারমর্ম খুঁজে পেলে আনে সংসারের সুখশান্তি,

ভাবে যদি কেউ নিজকে প্রতিনিধি লেগে থাকে অশান্তি।

জীবন চলার পথে কত সমস্যা দেখা যায় অহরহ,

কত ভাঙে সংসার হয়ে যায় বিচ্ছিন্ন কাটে না মোহ।

সঙ্ঘবদ্ধ জীবন চলতে মানুষ কত সমস্যায় জর্জরিত,

ভুল ভ্রান্তির সমাধান খুঁজে নিলে হয় না নিপীড়িত।

চলার পথে জীবনের সাথে কতভাবে মনোমালিন্য,

বোঝাপড়া না থাকলে জটিলতা সৃষ্টি পরিবেশ চাঞ্চল্য,

তাই তো বোঝাপড়ার মধ্যে সমস্যার হোক নিরসন,

তাহলেই তো সমাজের সাংগঠনিক রূপের হবে পরিসান।

আমরা সমাজবদ্ধ জীব তাই তো চায় সবকিছুর সমাধান,

বোঝাপড়ার মাধ্যমে জীবন গড়বে, হবে আদান প্রদান।

সুন্দর জীবন গড়তে পরিবারের ভূমিকা সর্বাধিক,

তাই তো সবদিকে অভিযোজন করে চলা শিক্ষার মান অধিক।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি=

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*