আচারেই বিচার হোক
-বিজয়া মিশ্র
♦♦♦♦♦♦♦♦♦♦♦
তিথির নিয়মে আগমনী এলো
ব্যথার সাগরে কলাবৌ স্নান,
চিত্তের ক্ষত নিভৃতে আজ
উচাটনে চিন্ময়ীর অধিষ্ঠান।
এটাই রিচারশালা এই ক’দিন
অঞ্জলী দানে গীতার শপথ,
তারই মাঝে ভোলেনি কেউই
প্রতিবাদ ছাড়া নেইকো পথ।
তুমিই উমা তিলোত্তমা
শিল্পী মননে তুমি সুন্দর
মাটির উঠোনে তোমার আহ্বানে
ধর্ণা মঞ্চে কাটছে প্রহর।
কেউ খুশিমনে কেউ অনশনে
কেউ মজা লুটে সারা বছর,
নানা কুৎসায় সমালোচনায়
থামেনি উমার জীবনে ঝড়।
শান্তি এবার শান্তি আসুক
সত্যি অসুর ত্রিশুলবিদ্ধ,
মেধা ছিনিমিনি প্রাণ নিয়ে খেলা
অঞ্জলী দানে কীভাবে ঋদ্ধ?
বিচার চাইলে বিরোধিতা কেন
ন্যায়ের কথা তখনও মুখে,
একটা জাতির ন্যায়বোধে খাঁড়া
এবার উৎসব দারুণ সুখে!
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।