আমরা সনাতনী

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

জাগ সনাতন, ঝাজর বাজুক

বাজা’রে ঢাক-ঢোল,

যাক মরে যাক নোংরা-জড়া

উঠুক ফুটে মা দুর্গার বোল।

বাজুক বিগল বাজুক সানাই,

ঘন্টা বাজুক উঠে

শঙ্খ সুরে উঠুক কেঁপে

অসুর বধের গোল।

জাগ সনাতন ত্রিশূল হাতে,

দশ হাতে খঞ্জর

পদ্ম, গদা, বজ্র, ঘন্টা,

তীর ধনুকে উঠরে সেজে নব্য অসুর রোধে।

জাগ সনাতন,ঝাজর বাজুক

সূর্য, বিষ্ণু, দুর্গা, গণেশ, শিব,

হাজার রূপের এক দুর্গা-

শান্ত, প্রলয়, প্রাণ সংহারী, ভক্তদয়ের জয়।

জাগ সনাতন, দুর্গা চোখে

চাঁদের আলো নিয়ে,

অন্য চোখে সূর্য প্রখর জ্বালাই অসুরকে।

জাগ সনাতন, ঝাজর বাজুক

উঠুক উলুধ্বনি,

দিক ছেয়ে যাক বিজয় মন্ত্রে আমরা সনাতনী।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

জন্ম: ১৫ ইং জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর, রাজশাহী।

পিতা মৃত:মীর মোক্তার আলী (সরকারি চাকুরে ছিলেন)

মাতা মৃত: লতিফা খাতুন:-স্থায়ী নিবাস ঠাকুরগাঁও।

(প্রকাশিত একক কাব্যগ্রন্থ, আলো ছায়া)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*