প্রেমের স্মৃতি
-কাশফিয়া ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥
কতো সময় গড়ানো আর স্মৃতিতে জরানো,
শত মমতা ভরানো এই মেঠো পথ।
যেনো এখনো রয়েছে ঠিক আগের মতো’ই
বদলেনি রূপরেখা তার বদলেনি স্লথ।
বদলেনি আজো তার আকাবাকা রূপ,
বদলেনি কোন যাতায়াত রথ।
শুধু বদলেছে প্রিয় সেই মানুষের রূপ,
আর বদলেছে তার অভিমত।
সদা হাত রেখে হাতে ওপাড়েতে যেতে
একই সাথে সব বাধা ; হবে পার হতে,
যেই জন সদা পুষেছিলো সহমত।
ঠিক চাতকেরই মতো নির্জনে একা,
শত প্রতিক্ষাতে ঠায় পথ চেয়ে থাকা,
সে মানুষটা তার বদলেছে গতিপথ।
ঘড়ি কাটা ধরে রোজ একই পথে চলা,
পাশাপাশি হাটা আর কতো কথা বলা,
সেই দিনগুলো ছিলো কতো সুমধুর!
সময়েরই শ্রোতে ভেসে হয়ে গেছে লীণ,
কতো দ্রুত ফুরিয়েছে;সে মধু সুধা দিন,
আজ হিয়াখানি ক্ষোভ,দ্রোহ,ঘৃনা ভরপুর।
কতো সুমধুর মোহ মায়া স্বপ্নের বাণী,
ছড়ানো ছিটানো এই মেঠো পথখানি,
হৃদয় ছাপানো আবেগ বিছানো কতো!
এই ধুলা মাখা পথে কতো পদ ছাপ,
বাড়িয়েছে মনে আজ দুঃখ অনুতাপ,
মমতা মেশানো তবু স্বপ্ন পুরীর মতো।
ভাগ্যবতী সে কোন বিদেশীনি নারী,
আজ তব হৃদে এসে বেধে নিলো বাড়ি,
ছড়িয়ে সে আলো তব সাজিয়েছে ঘর?
স্বপ্ন আমার যতো সব অতলে দাবিয়ে
তারই রূপের প্রাচুর্য প্রভাবে তা ছাপিয়ে,
সে জিতে নিয়ে তব আমায় করেছে পর।
একটি প্রান অনলে পুড়ে অঙ্গার কালো,
তাই দিয়ে তুমি অন্য প্রাণে জ্বালিয়েছ আলো,
আজ সচেষ্ট তুমি স্বর্গীয় সুখ পেতে।
তব হৃদয় আকাশের সে অনন্ত নীলে,
আমাকে নাহয় তুমি ছাপিয়ে’ই দিলে,
কভু স্মৃতিকথা পারবেকি ভুলে যেতে।
ভুলে থাকা ঠিক সহজ যতো,
এই দেহ আবরণ যাতনা ক্ষত,
স্মৃতি ভুলা সহজ নয়তো তবু।
তুমি যতোই ভুলার চেষ্টা করো
সে কাঁদাবে তোমায় ভীষণতর
নির্জনে তা জাগিয়ে তোলেন প্রভু।
♥♥♥♥♥♥♥♥♥♥
লেখক পরিচিতি-
মোসাঃ কাশফিয়া ইসলাম, জন্ম-০৭/১১/২০০৭ খ্রিঃ নিজ জেলা – কুমিল্লা, বর্তমান অবস্থান গাজীপুর মহানগর, গাজীপুর, বর্তমানে উত্তরা মডেল স্কুল এণ্ড কলেজে একাদশ শ্রেনীতে বিঞ্জান বিভাগ নিয়ে পড়ছি।
Carry on প্রিয় কবি!