শরতে বাংলার রূপ
-কামরুন নাহার বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈≈
ভাদ্র আশ্বিন মাসে শরৎ আসে
রূপের রানী এই বাংলাদেশে,
কালো মেঘেরা ঢেউ খেলে না
শরতের নীল সাদা আকাশে ।
ভোরের শিউলি গন্ধ ছড়ায়
নম্র বায়ে কাশফুল দোলে,
ভ্রমর অলি দল বেঁধে খোঁজে
মধু সকল ফুলে।
ঝিলের ধারে নিচু ডালে
মাছরাঙ্গা, বক বসে,
ঝুপ করে ট্যাংরা পুটি
ধরে পায়ে কশে।
শালুক শাপলা পদ্ম ফোটে
পদ্ম পুকুর বিলে,
হাঁসগুলো ডুব সাঁতারে
খেলছে ঝিলের জলে।
শিল্পী পাখি বাসা বাঁধে
উচুঁ তাল গাছের পাতায়,
কিচিরমিচির গানের সুরে
পথিকের মন ভোলায়।
সকালবেলা পাখি ডাকে
পুবাকাশ রাঙায় সোনার রবি,
শরৎকালের এই দেশ যেনো
শিল্পীর তুলিতে আঁকা ছবি।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত –
পিতা- আলী আহমেদ বিশ্বাস। মা- নুর জাহান বেগম জন্ম- ঝালকাঠির নলছিটি উপজেলার কয়া গ্রামে , ১০৭১ সালের ৩১ ডিসেম্বর। ছোট বেলা থেকে খেলা, গান,কবিতা আবৃত্তি ,অভিনয় সহ সকল বিতর্ক প্রতিযোগিতা,রচনা লেখা এবং উপস্থিত বক্তৃতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছি। বর্তমানে আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি, ১০৯০ সাল থেকে। এ বছর আমি ঝালকাঠি জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছি। আমি গান গাই এবং পছন্দ করি। কবিতার পাশাপাশি গান ও লিখি। আমার একটি কণ্যা সন্তান, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা ছেলে, সে ক্লাস ফোরে পড়ে। আমি ৩ বার রত্নগর্ভা পুরস্কার পেয়েছি।