এসেছিস মা
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈
এসেছিস মা…
কেমন আছিস?
জামাই আছে তো ভালো।
কৈলাস এর কেমন অবস্থা
সেখানে সবাই আছে তো ভালো?
মর্ত্যের অবস্থা নেই রে ভালো
দিনরাত ভয়ে ভয়ে আছি।
রাক্ষসের বংশ বেড়েছে মর্ত্যে
করছে সবাই বেশ বাড়াবাড়ি।
অভয়া নির্ভয়া লাশের উপর লাশ
রাক্ষস তান্ডব দিনে দুপুরে!
প্রমাণ লোপাট অপকর্মের রাশ
বাবুদের ঐ তাল পুকুরে।
এসেছিস মা বেশ ভালো
সবাই আমরা খুশি,
তবে মা-রে সাবধানে থাকিস
লক্ষ্মী সরস্বতীর উপর নজর রাখিস।
বলা তো যায় না কখন আবার
আঁধার মেঘ ঢেকে আসে!
কার জীবনে কখন ঘটে রাক্ষস নজর বিষ।
জানিস মা-রে
আমার শৈশব বেলা,
শুনেছি ঠাকুরদা ঠাকুমার কাছে
তোর দশ অবতার এর অপরূপ রূপ ছটা।
ধরণী যতবার হয়েছে কালিমালিপ্ত
ততবার-ই তোর অপার মহিমা গাঁথা কথা।
এবার মা-রে
সেই সময় উপস্থিত
দেখা মা-রে তোর লীলা।
অসুর আক্রমণ গোটা বিশ্বভুবন জুড়ে
কাঁপছে গোটা বিশ্ব মাতাপিতা,
ধর-রে মা তোর করাল বদনী বিশ্বগ্রাসী রূপ
অসুর নিধন করে মা-রে ফিরা শান্তিসুখ,
অপরাজিতা পুজো শেষে…
বিজয়া দশমীতে মাতবো সবাই
আনন্দ উৎসব এতে,
অসুর গুলোর বদ রক্ত বিসর্জনে খেলি…
লাল সিঁদুরের মহা উল্লাস খেলা।।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস
পিতা- সন্তোষ কুমার দাস
মাতা- কল্যাণী দেবী
গ্রাম +পোস্ট +থানা- গোপীবল্লভপুর
জেলা- ঝাড়গ্রাম, রাজ্য- পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।