অভোলা সময়
-মো: মাহফুজ সরদার
∼∼∼∼∼∼∼∼∼∼
খারাপ সময় অতীত হয়ে কড়া নাড়ে
অতিতকে ভুলা বড় দায়।
মনে জাগে অতিতের স্মৃতি বাড়ে বাড়ে
অতিত কেনো সাড়া দেয় হায়!
দুঃসময়ের অতীত মানুষকে দেয় শিক্ষা
সুঃসময়ের স্থাতীত্ব হয় ক্ষন।
ঐ সময়টা বিধাতার কঠিন পরিক্ষা
যে পরখে সমান্য জন উত্তীর্ণ।
কারো কাছে অতিত বিষের মতো লাগে
সেটা যদি না হয় সোনালী অতীত।
মনুষ্য বাচে অতীতের নিষ্ঠুর আবেগে
তাই অতিতেই মানুষ বিমোহিত।
∼∼∼∼∼∼∼∼∼∼