সবই ভুল
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞
তুমি বলেছিলে,এই জীবনের পাতায় পাতায় সবই ভুল,
দিন ওই রাত্রি আসে, আজও সে লতায় ফোটিনি ফুল।
একলা আকাশ তাই হয়েছে আকুল
সন্ধ্যা হলে গোধূলির রং ছুঁয়ে চারিদিকে নামে আঁধার, সন্ধ্যায় আলোছায়া নামে মনে হয় সে নহে গো আমার।
একলা আকাশ তাই হয়েছে আকুল
সে ছিল মোহমুগ্ধ প্রাণ, সেই এখন যেন শুধুই নীরবতা,
কষ্টগুলো বুকের ভিতরে করে বসবাস সে অনেক ব্যথা।
একলা আকাশ তাই হয়েছে আকুল
যখন সন্ধ্যা নামে আঁধারে পাখিরাও যে হয়েছে ব্যাকুল ,
কত ব্যথা এই বুকে আজও বেঁচে আছে সাধের বুলবুল।
একলা আকাশ হয়েছে তাই আকুল
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা