সিমু নদীর ঢেউ
-পলাশ বরণ দাশ
≈≈≈≈≈≈≈≈≈≈
হৃদয় তটে উপচে পড়ে
সিমু নদীর ঢেউ
মনের কুল ভাঙলো আজ
জানলো নাতো কেউ।
বিরহ নিয়ে রয়েছি বসে
সিমু নদীর তীরে
প্রেমের সুখ ভাসছে মোর
দুই চোখের নীরে।
আজকে সিমু নদীর ঢেউ
হৃদয় পাড় ভাঙে
পরাণ মোর ব্যৎিত হয়
একলা আমি গাঙে।
এমনি করে হৃদয় মাঝে
বিরহ ব্যথা ঝরে
মনের ব্যথা জমাট হল
শুধু তাহার তরে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি পলাশ বরণ দাশ ( শিক্ষক )
মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম বাংলাদেশ।
কবি নিয়মিত কবিতার পাতা ডট কমে লিখছেন। নবীন ও প্রবীণ লেখকদের অংশগ্রহণ করার জন্য আন্তরিকতার সাৎে আহ্বান করেন। আন্তর্জাতিক পর্যায়ে কবিতার পাতা সুপ্রতিষ্টিত হউক এটা সবার কাম্য।