গল্প হতাম যদি
-আব্দুস সাত্তার সুমন
∞∞∞∞∞∞∞∞∞
নদীর আমি গল্প হতাম
নৌকা হতো সাথী,
পূর্ণিমারই আলোর দিশায়
সঙ্গ দিবারাতি।
আমাবস্যার চাঁদের মত
অথৈ যেন জীবন,
দুর্ঘটনায় এমন করে
আসে না যে মরণ।
যুগান্তরের জন্য আমি
করলাম কতটুকু?
মহা জগৎ তোমার হাতে
সেজদা দিয়ে রুকু।
চাঁদ তারা যে সাক্ষী হল
সঙ্গে কারিন জ্বিন
ঠান্ডা গরম শীত বসন্তে
গল্প শেষের দিন।
অর্থ কড়ি বিলাসবহুল
রবে না যে প্রীতি!
ভালো কাজের উৎসাহিত
হতে চাই যে স্মৃতি।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং Asia Literature Council প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি IQRABD24.com এর প্রধান সম্পাদক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।