বিচারের বাণী
-মীনা কুণ্ডু
≈≈≈≈≈≈≈≈≈≈
ধনী গরীব উচ্চ নীচ বিচারটা হোক সঠিক
আইন কানুন সত্যিটা প্রকাশ হোক ঠিক।
ধুলায় মিশতে দেবেনা কভু মর্যাদা সম্মান
ন্যায়ের বিচারে বাঁচুক মোদের আত্মসম্মান।
টাকার অঙ্কে বিক্রি না হোক দেশের আইন
প্রত্যাশায় মানুষ কিছু না করে বেআইন।
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে অভিমানে
তদন্ত কমিটির বিচারে সত্য ছড়াক কানে কানে ।
মোটা মোটা গ্রন্থে আছে কত অমৃতময় বাণী
অপেক্ষায় রত বিচারালয়ের বিচারের বাণী।
সত্য মিথ্যার বেড়াজালে জীবন ঘেরাটোপে
আসল সত্য পড়ে থাকে অন্ধকারের ঝোঁপে।
পৃথিবীর বুকে চলছে কেবল নীরব ধ্বংসলীলা
হাসির খোরাক সাধারণ গরীবের গৃহশালা ।
বসুন্ধরার শস্য শ্যামলা রূপ বড়োই অপরূপ
কন্যা ভগিনী সমাজের কাছে জননী স্বরূপ ।
নিষ্ঠুর সমাজের বিচার ব্যবস্থা বড় অসহায়
রাস্তায় জনতার বিপুল উচ্ছ্বাসে বিরাট সায়।
সমাজের বুকে স্বাধীন দেশে নানাভাবে কুলষিত
দিকে দিকে অবলা নারীরা আজ নির্যাতিত ।
জ্বলে পুড়ে চতুর্দিকে প্রতিবাদের তীব্র লড়াই
মনুষ্য জন্ম নিয়ে আমরা কেবল করছি বড়াই।
শিড়দাঁড়াটা সোজা থাকুক সম্মানের জোরে
বিচারের বাণী প্রকাশ হোক মাথা উঁচু করে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি–
মনের জানালা খুলে দিন কেটে যায় অজস্র ভুলে। দিনের শেষে ক্লান্তির সীমারেখা বেড়ে গেছে বহুদূর । কোথায় হারিয়ে গেলে খুঁজে নেবে না কেউ বুকে টেনে। তবুও নীরবে নিভৃতে অভিমানে লিখে ফেলি কত আশা জীবনের জমে ভালোবাসা।