সে এক যুগ গেছে
-অশোক কুমার পাইক
≈≈≈≈≈≈≈≈≈≈
সৃষ্টির অন্তরালে সৃষ্টিকর্তা থাকেন যে সুখে
হাজার ও সৃষ্টি, কতই না কৃষ্টি, আছে লুকে ;
বিশাল বিশ্বব্যাপি স্তম্ভ, সৌধ, ইমারতে ভরা,
মানুষের অসীম দক্ষতায় অমূল্য স্মৃতি গড়া l
সে এক যুগ গেছে, ঐতিহাসিক পটভূমিকা,
রণাঙ্গনে যুদ্ধ, হারজিতের বৈভব অহমিকা ;
রাজ্যশাসনে স্মৃতিসৌধ স্থাপনে দৃঢ় সংকল্প,
সেই অমরকীর্তি নিয়ন্তিত,বিশ্বে নেই বিকল্প l
শুধুই পাল্টে গেছে শাসনতন্ত্রের নিয়মকানুন,
সেই রাজ্য, রাজার সুবর্ণযুগও ঝেড়ে ফেলুন ;
বর্তমানে যুগসন্ধিক্ষণে, শাসনতন্ত্রের কবলে
উদ্ভাবনী শক্তি, মনুষত্বহীন কঙ্কালের দখলে l
সেলাম, অভিবাদন, নতজানু,দিব্যি চলমান
কর্মসংস্কৃতির প্রবাহমান ধারা নেই বিদ্যমান,
দুরন্ত নাটকীয়, ভাব ভঙ্গিমার ইঙ্গিতে শাসন
নৈরাজ্যের নিবিড় আঁধারে প্রজন্মের আসন l
আদিম সভ্যতার কৌশলী নকশা খুঁড়ে খুঁড়ে
মস্তিস্কবিকৃত বাস্তুকরগণ উদভ্রান্ত ব্যর্থ পুরে,
জটিল মানচিত্র ঘাঁটে নতুন সুরাহের সন্ধানে —
ঐতিহাসিক উন্নয়ণ নেই কিন্তু সেই অভিধানে l
প্রজন্মের কাছে নতুন বার্তা বলতে নেই কিছু,
অদক্ষ রূপকার নিজের অস্তিত্ব বাঁচাতে পিছু
নতজানু শিরে দাঁড়িয়ে, পরিকল্পনাহীন তীরে,
সৃষ্টির জৌলুস স্মৃতি একবারও ভাবেনি ফিরে l
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি :
কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l
শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l
কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের lআত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l