মনের ক্যানভাসে
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼∼
সৃষ্টির আর ধ্বংস, এই নিয়ে পৃথিবী,
ঠিক যেমন, জন্ম আর মৃত্যু,
উত্থান পতন, ভাঙ্গা গড়া, আলো আঁধার,
এ সবই, প্রকৃতি মায়ের, বন্ধু আবার শত্রু।
শিল্পী, ঝরাপাতা, তুমি আঁকো, তোমার,
মনের ক্যানভাসে, আঁকো অতি দক্ষতায়,
বোঝ কি, ঝরাপাতার করুন কান্না?
ঝরাপাতা কাঁদে সর্বদা, বেদনায়।
নব কিশলয়ে, গাছ যখন ভরে যায়,
দেখ, তোমার ক্যানভাসে, মৃদু হাঁসি,
ছবিটা হয়, একেবারে, জীবন্ত রুপী
সেই নব কিশলয়, প্রাক্তন হয়, হয় বাসী।
তুমি কষ্ট পাও কিনা, জানিনা কিন্তু,
আমার বুকটায়, অজস্র কান্নার ক্ষত,
আচ্ছা শিল্পী, এমন হয়না, যদি সারাবছর,
নব কিশলয়েরা, আনন্দে ভরে থাকত।
শিল্পী, তোমার শিল্পের, কোন তুলনা হয়না,
অতি মনোরম, সুন্দর দৃশ্য, ভোলা যায়না,
কিন্তু অনুরোধ আমার, তুমি কখনও,
মনের ক্যানভাস থেকে, ঝরা পাতাদের মুছনা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।