তুমি নেই

-রীনা

≈≈≈≈≈≈≈≈

এই মেলা আর বসবে না,

যদি না থাকো তুমি

টেবিল চেয়ার গুলো

সব অগোছালো হয়ে রইবে

অসহায়ের মতো,

থাকবে পড়ে সোফার কুশন গুলো

চায়ের কাপগুলোতে

লেগে থাকবে শুকনো চায়ের দাগ,

ভুলে যাবে সবে সব অনুরাগ।

মোটা আস্তরণে মাকড়সার জালগুলো

ঘরের শোভা করবে বর্ধন।

ঘরের প্রতিটি কোণে

জানান দেবে তোমার না থাকার কারণ,

হয়তোবা কোন এক ব্যথিত হৃদয়ে,

বাড়বে দীর্ঘশ্বাস।

এই বলে-

তুমি নেই তুমি নেই

তোমার গোছানো সংসারকে অযত্ন অবহেলায় ফেলে,

হঠাৎ কেন চলে গেলে।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

গল্প , কবিতা, উপন্যাস।সৃজনশীল কর্মে অবাধে বিচরণ আমার। কখনো বা স্থির হয়ে যাই। সংসার জীবনের ব্যস্ততার জন্য, তারপরও সময় করে কবিতার পাতায় লেখা দেবার প্রচেষ্টা থাকে। পাঠকের প্রতিক্রিয়া লেখকের অনুপ্রণা দ্বিগুণ বাড়িয়ে দেয়।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*