চাওয়া পাওয়া
-শান্তি দাস
∼∼∼∼∼∼∼∼∼∼∼
জীবন খাতায় প্রতিটি মুহূর্তে শুধু চাওয়া পাওয়ার হিসেব,
জীবন তো চলছে স্রোতের ধারায় অবিরত।
চাওয়া পাওয়ার হিসেব মিলাতে আজ জীবন পড়ন্ত বেলায়,
ছোট বেলায় কত চাহিদা সবটুকু মিলত না যখন তখন,
এক জীবনে মানুষের সব পূরণ হয় না সবার।
হয়তো কখনো চেয়েছি যা পেয়েছি তার অধিক।
সব চাওয়া পাওয়ার মাঝে অনেক আনন্দ লুকিয়ে থাকে,
তবে আজ উপলব্ধি করতে পারছি বড় পাওয়া ভালোবাসা।
ছোট ছোট শিশুদের ভালোবাসা ভরা আলতু ছোঁয়া।
ওদের যখন কাছে পায় চাওয়া পাওয়ার হিসেব ভুলে যাই।
জীবনে যতটুকু চায় হয়তো সবটা মিলে না,
যেটুকু পেয়েছে তাতেই সন্তুষ্ট থাকলে সুখ পাওয়া যায়।
আজ পড়ন্ত বেলায় বসে হিসেব মেলাতে,
এর হিসেব মিলবে না কখনো কিছু পাওয়া চাওয়ার ও বেশি।
আর যা সহজেই পাওয়া যায় হয়তো চাইতেই হয় না,
শুধু আদর স্নেহ ভালবাসা অর্জনে জীবনের সফলতা।
∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি।