ভিক্ষা কুড়াবি আর কতকাল
-পীতবাস মণ্ডল
∼∼∼∼∼∼∼∼∼∼
ওরে ও ঢাকী তুই যাসনে রে ভাই
পেটের দায়ে ছেড়ে নিজের ঘর ,
তোর অভয়া কে একলা পেয়ে
কলির অসুর কিন্তু করবে সংহার ।
ভালো চাস তো আগলে রাখিস
ওকে (অভয়া কে) সঙ্গে নিয়ে যা সেখানে ,
নইলে জীবন বড়ই বিপন্ন ওর (অভয়ার)
শকুনগুলো খুবলে খেলে বিচার কিছুই তুই পাবি নে।
ওরে ও মেয়ে তুই সাজিস নে আর
সরল মনে আজ উমার বেশে ,
নরপশু আর অপদার্থের এখন ভীষণ আঁতাত
ভালো দাম পেলে ওরা কোলের শিশুরও রক্ত চোষে ।
দেশটা জুড়ে এখন দুর্বৃত্তের অবাধ বিচরণ
আইন কানুন সবটাই অপগণ্ডের বোগলদাবায় ,
অপশাসনের হাত বড়ই লম্বা ওদের
জানিস নে তোরা এই সময়ে সত্যটা কত অসহায় !
উৎসবের অছিলায় অবিচার কায়েমের ষড়যন্ত্র
বুঝবি না তোরা নেপথ্যের কূট কৌশল ,
জেগে ঘুমাস না ওরে হাজার টাকার বিবেক তোরা
বোকা ভোটার হয়ে ভিক্ষা কুড়াবি আর কতকাল ?
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি –
নাম – পীতবাস মণ্ডল, গ্ৰাঃ+পোঃ – যোগেশ গঞ্জ । জেলা উঃ – ২৪ পরগনা । পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।