রক্তের দামে কিনেছি ভাষা
-কামরুন নাহার বিশ্বাস
≈≈≈≈≈≈≈≈≈
রক্ত দিয়ে কিনেছি আমি
আমার মায়ের ভাষা ,
এ ভাষাতে মিটাই আমি
মনের যত আশা ।
পাখির গানে ফুলের বনে
আপন মনে নদী বহে ,
সুজলা সুফলা এদেশ আমার
চলার পথে মনের কথা কহে
শস্য শ্যামলা পরিপাটি
কি অপরূপ এদেশ ,
মায়ের আঁচল পাতা যেন
রূপের নেইকো শেষ ।
মা’য়ের ভাষায় কথা বলতে
বীর শহীদরা রক্ত দিলো ঢেলে ,
মা’য়ের মুখের ভাষা পেতে
রক্ত দিয়েছে তাঁর ছেলে।
বছর ঘুরে একুশ আসে
শিমুল পলাশের দেশে ,
লাল সবুজের ওই পতাকা
মায়ের হারানো খোকার বেশে ।
ফুল ফাগুনে তাদের স্মরি
সাজাই ফুলের ডালা ,
মা কখনো ভুলবে না তার
ছেলে হারানো জ্বালা।
≈≈≈≈≈≈≈≈≈