ডাক্তার পরিমল বাবু

-মীর সেকান্দার আলী খোকা

⇔⇔⇔⇔⇔

(উৎসর্গ,মৃত: ডাক্তার পরিমল বাবুকে)

ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,প্রাণ বাঁচাতে

আপ্রাণ চোখ রাখো মগজে।

নিশি নেই, নেই প্রভাত,

মধ্য নিশি বলে কিছু নেই তোমার।

তপ্ত প্রখর ঠেলে মধ্য দুপুরে বিজলীর আচমকা বানেও

নির্ভীক তুমি।

ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,

শুনেছি তুমি নাকি ঈশ্বরের দ্বিতীয় আসন-

ঈশ্বর মোহমুক্ত, লোভহীন, অজস্র করুনার আধার,

হয় তো তারই কিঞ্চিত পেয়েছ তুমি।

ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,

দেখেছি, বান-খরা ঠেলে,টর্নেডো মহামারী তুচ্ছ করে

সুন্দর ছিপ ছিপে গরণে গ্রাম্য ডাক্তার পরিমল বাবু

পৌছে গেছে আশাহত রোগীর দ্বারে।

ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,

আশাহত রোগীর আশা জাগিয়েছো,কি পেয়েছো তুমি ?

সোনালী ছাউনিতে টিম টিমে কুটির

নেই কিছু তাতে,

শূন্য পাত্রে ফিরে এসেছো ভরেছো পাত্র রোগীর।

ডাক্তার পরিমল বাবু ও ডাক্তার পরিমল বাবু,

বাহন পা দুটো তোমার চাপনি কখনও সাইকেলে

মাইলের পর মাইল হেঁটে পৌঁছে গেছো রোগীর দ্বারে।ডাক্তার বাবু ও ডাক্তার বাবু,

অভাবের সমাজ তখন টিম টিমে কুটিরে কানাকড়ি

থাকাটা খুব মুশকিল।

ঝিঙে-কদু ঝুলে আছে মাচানে, অশ্রু ঝরা চোখে

তোমার শূন্য ঝুলিতে দিয়েছে তা কেটে,

চোখ মুছে আর বলে

ডাক্তার বাবু আর যে কিছু নেই হাতে,কি দেবো তোমায়।

পরিমল বাবু একগাল খুশির ঝলক হেসে

আজ নেই,পরে দেবে,আমি খুশি,তোমাদের পাশে আছি

থাকবো, ঈশ্বর যে কদিন রাখবে বাঁচিয়ে আমায়।

ডাক্তার পরিমল বাবু, ও ডাক্তার পরিমল বাবু,

সেবক ভেবেছো নিজেকে,

দিয়ে গেছো সেবা দ্বারে দ্বারে মানুষের।

ডাক্তার বাবু ও গ্রাম্য ডাক্তার পরিমল বাবু,

আবার এসো কিন্তু, হাজারের মাঝে লক্ষ্যের মাঝে,

খুঁজে যেন পাই তোমায় আপৎকালে আমাদের,

ডাক্তার বাবু ও গ্রাম্য ডাক্তার পরিমল বাবু।

⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

জন্ম:১৫ ই জুন, ১৯৬৬ ইং, বিভাগীয় শহর রাজশাহী, শৈশব-কৈশরের অনেকটা সময় সেখানেই কেটেছে। পিতা: মৃত: মীর মুক্তার আলী (সরকারি চাকরি করতেন) মাতা: মৃত: লতিফা খাতুন। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে লেখা প্রকাশিত হয়েছে, বর্তমানে কবিতার পথসহ অনলাইন ম্যাগাজিনের সাথে জড়িত। প্রকাশিত একক কাব্যগ্রন্থ আলো ছায়া প্রকাশিত হয়েছে, স্থায়ী নিবাস ১ নং ওয়ার্ড,ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*