শব্দের শবদেহ
-মোঃ জাকির হোসেন
∞∞∞∞∞∞∞
উঁচু শৃঙ্গের ঝরনা ধারায়
সৃষ্ট শব্দের রিনিঝিনি কলমের অগ্রভাগে—
শব্দেরা বধির হয়ে শবে পরিণত,
শবদেহগুলি একে একে
সারিবদ্ধভাবে সাজানো –
মিছিল শুরুর উন্মুখ চাওয়ায় চঞ্চল মন;
ভীত সন্ত্রস্ত শব্দেরা মুখ চাওয়া চাওয়িতে
নিজেদের চেনার চেষ্টা করে-
অচেনা রাস্তায় কালো কালো ধোঁয়া,
কুয়াশায় বেষ্টিত সম্মুখ যাত্রা!
আতঙ্কিত প্রসব বেদনায় আর্ত চিৎকার-
সারিবদ্ধ শব্দের শবদেহরা
মিসাইলের আঘাতে ছিন্ন ভিন্ন।
মিছিল ছত্রভঙ্গ-
শব্দের শবদেহ সহগামী হয়না কবিতার।।
∞∞∞∞∞∞∞∞
তারিখ- ২২/১০/২০২৪