এ জীবন ফুরিয়ে যাবে
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼
এ ভবে, এ জীবন ফুরিয়ে যাবে একদিন,
তবু শোধ হবে না কোনো ভালোবাসার ঋণ।
চোখের ভাষায় চোখের কাজলে লেখা ইতিহাস,
তবু শোধ হবে না কোনো দিন সেই প্রেমের বিলাস।
যে গেছে চলে সে তো আর আসবে না কভু ফিরে,
তবু কেন অশ্রু ঝরে, তারই সেই স্মৃতিগুলো ঘিরে।
অন্ত্যমিল আর পঙক্তি মালা, শেষ হলো জীবনে,
প্রথম অন্তরায় ব্যথার কাব্য শেষ হলো যে মরণে।
ওই তাজা ফুলেরও মালাটি আজ গেছে যেন শুকিয়ে,
মালা হতে ফুল ঝরে গেল, সৌরভ যেন আছে লুকিয়ে।
ওই দূর বনে সন্ধ্যা নামে, তার পাশে কুয়াশা মুড়িয়ে,
বিদ্রোহী কবিতা তার পাশে তোমার নামটি জড়িয়ে।
সোনার হরিণটা হারিয়ে গেল জানি না কোন সে বনে,
শুধু ব্যথার কাব্য মরে আছে অন্তরে, মরে আছে মনে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিল মুনি বাজার
থানাঃ পাইকগাছা
জেলাঃ খুলনা