টাকাই শক্তি
-মো. মাহফুজ সরদার
≈≈≈≈≈≈≈≈
এধারায় নয়তো মানুষ মানুষের জন্য
টাকাই মানুষের জীবনের মূল অন্যান্য।
যার রাশি রাশি টাকা আছে সে সম্মানি
দু পয়সার দাম নেই টাকা ছাড়া হউক সে জ্ঞানী,
টাকা থাকলে প্রবীন কালেও পাওয়া যায় সুন্দর রমণী
আড়ালে অসৎ হলেও সম্মুখে সে মহা গুনীমান্যি।
যার টাকা নেই সে জানে কন্যা দানের কষ্ট
যতই হউক তার কন্যা সবার চেয়ে উৎকৃষ্ট।
ধনহীন ব্যাক্তিটিই সমাজে ন্যায় বিচার পায়না
টাকা দিয়ে কিনা যায় শালিস নামের হায়েনা।
কলঙ্ক লাগেনা যদি থাকে জস খ্যাতি
টাকার চাদরে ঢাকা পড়ে কতোশতো দুর্নীতি
টাকায় মিলানো যায় নেতা নামের পাতি
এরাই হয় তার পুকুর চুরির সাথী।
টাকা ছাড়া মেলে নাই ভাই হাসপাতালে সেবা
টাকা নিয়ে গেলে থানায় আইনি সহায়তা পাবা।
টাকা ছাড়া মেলেনা গো উকিলের ও সায়
টাকায় এখন বিক্রি হয় ম্যাজিস্ট্রেটের রায়।
টাকা ছাড়া সরকারী চাকরি দুস্পাপ্য
মামু-খালু থাকলে পরে অতি সহজলভ্য।
টাকা থাকলে হয় না বন্ধুর অভাব
এতো নির্মম এখন মানুষের স্বভাব।
টাকাহীন পরিবারের কাছে নয়তো কেউ দামি
টাকা নিরবে বলে সবকিছুর মুলেই আমি।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
নাম: মো. মাহফুজ সরদার
গ্রাম : বোহরকাঠী। ইউনিয়ন : শোলক
উপজেলা : উজিরপুর জেলা: বরিশাল
অজপাড়াগাঁয়ের এক ছোট পরিবারে জন্ম। বর্তমানে নারায়ণগঞ্জ থাকি। সরকারি চাকরি নামক সোনার হরিনটা পিছু ছুটছি…